শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:১৩, ১ মে ২০২৫ | আপডেট: ১৮:০২, ১ মে ২০২৫
লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তের উত্তেজনার মাঝে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। বৃহস্পতিবার (১ মে) লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন এ মন্তব্য করেন বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাওয়াদ রানার বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চীনা কনসাল এসব মন্তব্য করেন।
চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন বলেছেন, বিজয় হোক বা সংকট সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে আছে ও থাকবে। তিনি আরো বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। ভারত ও পাকিস্তানের উচিত গঠনমূলক ও শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা।
ঝাও বলেন, চীন পাকিস্তানকে কেবলমাত্র মিত্র নয় বরং এক পরীক্ষিত বন্ধু হিসেবে দেখে। দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, উষ্ণতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
এ বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পহেলগামে জঙ্গী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। হামলার ঘটনায় উভয় দেশ একে অপরকে দোষারোপ করছে।