ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

ভারত-পাকিস্তান সংঘাত এড়াতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৩, ৩০ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত এড়াতে জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সংঘাত এড়াতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গুতেরেস একইদিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ফোনালাপে তিনি কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং আইনের মাধ্যমে হামলার দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি উভয় দেশকে সংযত আচরণ এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান, যাতে অঞ্চলটি সম্ভাব্য সংঘাত থেকে রক্ষা পায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এক ফেসবুক পোস্টে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘পেহেলগামের জঘন্য হামলার নিন্দা জানানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানাই। আমরা একমত হয়েছি যে, দোষীদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি করা উচিত।’

জয়শঙ্কর আরও জানান, হামলার পরিকল্পনাকারী, সরাসরি সম্পৃক্ত ব্যক্তি ও যারা এদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন