শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৯, ১ মে ২০২৫
খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে প্রবেশ করা হনুমান। ছবি: ঢাকা এক্সপ্রেস
ঘটনাটি ঘটেছে নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী শুটিবাড়ী এলাকায়। স্থানীয়রা জানান, সকালে একটি বড় আকারের হনুমানকে গ্রামের পাশের একটি মাঠে ঘুরতে দেখা যায়। প্রথমে বিষয়টি দেখে সবাই অবাক হলেও কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও। এতে গ্রামের মানুষ ছাড়াও পাশের এলাকা থেকেও লোকজন ভিড় করতে থাকেন।
শুটিবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “হঠাৎ দেখি একদম ভিন্ন রকমের হনুমান, খুব বড়। আগে কখনো দেখি নাই। অনেকে বলে এটা নাকি ভারতীয় হনুমান। ওর গায়ে লম্বা লোম, মুখটা একটু কালচে। খুব চুপচাপভাবে এদিক-ওদিক ঘুরছিল, কিন্তু ভিড় দেখে ভয় পেয়ে গেলো।”
একই এলাকার শাহীন আলম জানান, এলাকায় হঠাৎ করে দক্ষিণ দিকে থেকে হনুমানটির আগমন ঘটে। হনুমানটি খুবই বড় ও দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিলো। এটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করছিলো। কিন্তু মানুষের ভিড় দেখে আবার ভীত হয়ে ঘরের চালে ও গাছের ডালে উঠে আশ্রয় নেয়।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং হনুমানটিকে শান্ত রাখার চেষ্টা করেন। হনুমানটি যাতে আহত না হয় কিংবা উত্তেজিত হয়ে কাউকে আঘাত না করে, সে জন্য জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে প্রাণীটি একটি গাছে উঠে যায়।
বন বিভাগের ডোমার রেঞ্জ গোমনাতি বিট কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, “প্রাণীটি ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে। যেহেতু এলাকা ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে খুব দূরে নয়, তাই মাঝে মাঝে এমন বন্যপ্রাণী সীমান্ত অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করে থাকে।”
তিনি ধারণা করছেন, খাবারের খোঁজে ভারত থেকে আসা হনুমানটি বিরক্ত না হলে সম্ভবত আবারও ওদিকেই ফিরে যাবে।”
পরিবেশবিদরা বলছেন, “বনাঞ্চল সংকুচিত হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ের দিকে আসছে। এসব প্রাণী বিপন্ন না হলেও প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এদের প্রতি সহনশীলতা ও সচেতন আচরণ জরুরি।”
ঢাকা এক্সপ্রেস/এনএ