শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:১০, ১ মে ২০২৫
শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালীতে বক্তারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (১লা মে) সকালে দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালীর শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, “নির্যাতন কিন্তু বন্ধ হয় নাই। এজন্য যাঁরা নিহত হয়েছেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। যে শ্রমিকরা এখনো আহত ও পঙ্গুত্ব বরণ করে ঢাকাসহ গোটা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছেন, রাষ্ট্রকে অবিলম্বে তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে।”
পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট নজির আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ