ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ১৬:২৭, ১ মে ২০২৫

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 

বিদ্যুৎস্পৃষ্ট নিহত শিশু ইলমা (৬)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার স্ত্রী-সন্তান মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিলো ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার বেড়ার আইলের ওপর পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।” 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন