ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৫৯, ১ মে ২০২৫

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. হ. ম মোস্তাকুর রহমান। ছবি: ঢাকা এক্সপ্রেস 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. হ. ম মোস্তাকুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার (৩০ এপ্রিল) রাতে সদর মডেল থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। জামাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি এ জিডি করেন। 

এদিকে, সাংবাদিক মোশতাকুর রহমানকে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম, জেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

মোস্তাকুর রহমান নয়া দিগন্তের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং লক্ষ্মীপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তিনি পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত জামাল উদ্দিন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদিলপুর গ্রামের মৃত মাওলানা মহিব উল্যাহর ছেলে। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় জেলার কর্মরত একজন সংবাদকর্মীকে মারধর করে পুলিশে দেয় কিছু লোকজন। তখন তার মোটরসাইকেলটি বা কারা নিয়ে যায়। সাংবাদিককে মারধর ও তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিক মোস্তাকুর রহমান তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তবে তাতে কারো নাম উল্লেখ করা হয়নি। এরপর থেকে জামাল সাংবাদিক মোস্তাকুর রহমানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তাকে হামলা ও বিভিন্নভাবে অপমান অপদস্ত করার জন্য খুঁজে বেড়াচ্ছে। 

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মোস্তাকুর রহমান সাংবাদিক হিসেবে সার্কিট হাউজে গেলে সেখানেও জামাল তাকে অপমান করেন। এসব ঘটনার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

সাংবাদিক মোস্তাকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সার্কিট হাউসে গেলে সেখানে জামাল অহেতুক আমাকে বাধা প্রদানসহ গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে জেলার আরেকজন সংবাদকর্মীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করায় একই ব্যক্তি ফের অসদাচরণসহ হুমকি দেয়। এসব ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানায় জিডি করি। 
তবে এ ঘটনায় চেষ্টা করেও জামাল উদ্দিনের বক্তব্য জানা যায়নি। 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “সাংবাদিকের দায়েরকৃত জিডির আলোকে নিয়ম মোতাবেক তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আমাদের তদন্ত চলমান রয়েছে।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন