শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:০৩, ১ মে ২০২৫ | আপডেট: ১৮:২৪, ১ মে ২০২৫
ছবি: সংগৃহীত
রাশিয়া ইউক্রেনে ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। এ হামলায় অন্তত ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানায় রয়টার্স। বৃহস্পতিবার (০১ মে) ভোরে কৃষ্ণ সাগর উপকূলবর্তী শহর ওডেসায় এ হামলা চালানো হয়।
ওডেসার জরুরি বিভাগ জানায়, এ হামলার ফলে কয়েকটি স্থানে আগুন লেগে যায় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, শত্রæর এই হামলায় আবাসিক বহুতল ভবন, একাধিক ব্যক্তিগত বাড়ি, একটি সুপারমার্কেট, একটি স্কুল এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় আগুন ধরে গেছে। আমাদের উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, এ হামলায় রেললাইন, বৈদ্যুতিক সংযোগ এবং তিনটি মালবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি আরো জানায়, আমাদের কর্মীরা দ্রুত মেরামত কাজ চালাচ্ছেন, যেন পণ্যবাহী ট্রেনগুলো নিরবচ্ছিন্নভাবে বন্দরগুলোতে যেতে পারে।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ওই রাতে মোট ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এর মধ্যে ৭৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং আরো ৬৮টি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দ্বারা লক্ষ্যভ্রষ্ট হয়।
সূত্র রয়টার্স
ঢাকা এক্সপ্রেস/ এসইউ