শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৫২, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:১১, ২৯ এপ্রিল ২০২৫
উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। ছবিঃ সংগৃহীত
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আরো উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহান।
সূত্র জানিয়েছে, এই বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রীসহ পাঁচ সদস্যের সিসিএস সদস্যরা। সিসিএস-এ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও রয়েছেন।
গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জন নিহত হয়। এ হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তাই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ ও নিষেদ্ধাজ্ঞা দেয় ভারত। অপরদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তাই পাকিস্তানও পাল্টা পদক্ষেপ জানায় ভারতের বিরুদ্ধে।
এছাড়া পহেলগামে হামলার পর থেকে গত কয়েকদিনে নিয়ন্ত্রণরেখায় বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
ইতোমধ্যে পহেলগামের হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ