শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৪৭, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চালাকের আসনে ছিল অবস্থানে ছিল বাংলাদেশ। দুর্দান্ত ওপেনিং জুটিতে বড় লিডের আশাও জাগিয়েছিল টাইগাররা। তবে, শেষ বিকেলের ব্যাটিং ধসে ভাটা পড়ে সেই স্বপ্নে। চট্টগ্রাম টেস্টের ২য় দিনে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান। সফরকারীদের বিরুদ্ধে ৬৪ রানের লিড পেয়েছে টাইগাররা।
ওপেনিংয়ে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের সৌজন্যে উদ্বোধনী জুটিতে ১০০ রানের দেখা পায় বাংলাদেশ। দলীয় ১১৮ রানে এনামুলের বিদায়ে ভাঙে সেই জুটি। ৩৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিজয়।
দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হককে নিয়ে আরও ৭৬ রান যোগ করেন সাদমান। ১৪২ বলে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে দলকে ১৯৪ রানে রেখে আউট হন সাদমান। পরের বলেই ৩৩ রান করা মুমিনুল হকের উইকেট তুলে নেন ওয়েলিংটন মাসাকাদজা।
দলকে বিপদমুক্ত করতে তখন দায়িত্ব নেন শান্ত ও মুশফিক। সাবলীল ব্যাটিংয়ে ৬৫ রানের জুটি গড়েন তারা। ৭১তম ওভারে জুটি ভাঙেন জিম্বাবুয়ের নবাগত লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা। শান্ত মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৩টি চার ও ১ ছক্কার ৫৪ বলে ২৩ রান করেন অধিনায়ক শান্ত।
শান্ত আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। তবে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে জাকেরকে ফেরান মাসেকেসা। ১৩ বলে ৫ রান করেন জাকের। ব্যাটিংয়ের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুশফিকুর রহিম। তবে ৪০ রানে রানআউটের শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার।
নাঈম হাসানও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ভিনসেন্ট মাসেকেসার বলে দ্বিতীয় স্লিপে শন উইলিয়ামসের হাতে ধরা পড়ার আগে করেন মাত্র ৩ রান।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজ (৩৭ বলে ১৬ রান) ও তাইজুল ইসলাম (১১ বলে ৫ রান) মিলে আর কোনো বিপদ হতে দেননি।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৭ ওভারে ২৯১/৭ (তাইজুল ৫*, মিরাজ ১৬*; এনামুল ৩৯, মুমিনুল ৩৩, সাদমান ১২০, শান্ত ২৩, জাকের ৫, মুশফিক ৪০, নাঈম ৩), লিড ৬৪ রান।
জিম্বাবুয়ে: ২২৭/১০ (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬-৬০)
ঢাকা এক্সপ্রেস/এসএআর