শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৮, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৮, ২৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
ফিফটির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। ৬১ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে এনামুল হক বিজয় অপরাজিত আছেন ৩৮ রানে। এখনও ১২২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৯ উইকেটে ২২৭ রান করা জিম্বাবুয়ে মঙ্গলবার সকালে ব্যাট করতে নামে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করার আশায়।
তবে তাইজুলের প্রথম বলেই উইকেটরক্ষক জাকের আলীর ক্যাচ হয়ে ফেরেন ব্লেসিং মুজারানি।
ঢাকা এক্সপ্রেস/এসএআর