শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৯, ২৯ এপ্রিল ২০২৫
গ্রেপ্তারকৃত ডাকাত রতন। ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (২৮ এপ্রিল) ব্রাক্ষণবাড়িয়ার কসবার ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিকেল পাঁচটায় ফতুল্লা থানার এস.আই. শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত রতনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মোহাম্মদ রতন ওরফে রতন ডাকাত বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগরের তাইজুলের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রতন ৭-৮ জনের একটি ডাকাত দল এলাকার মদীনা বাজার সংলগ্ন রাস্তায় দেশী-বিদেশী অস্ত্রসহ স্বর্ণ ব্যবসায়ী ইদ্রিস আলী দেওয়ানের স্বর্ণ বিক্রির প্রায় ২২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার দ্বায়িত্ব প্রাপ্ত এস. আই. শামীম হোসেন তাৎক্ষণিকভাবে বিভিন্ন সোর্স ও আধুনিক প্রযুক্তির সহযোগিতায় ডাকাত রতনের উপর নজরদারি করতে থাকে। অবশেষে সোমবার এস. আই. শামীম হোসেনের নেতৃত্বে ভারতীয় সীমান্ত থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ডাকাত রতন এলাকায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসাসহ নানান অপকর্ম করে বেড়াতো। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো।
এস.আই. শামীম হোসেন ডাকাত রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা এক্সপ্রেস/এনএ