শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৩, ২৯ এপ্রিল ২০২৫
বিএসপিআইয়ে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে শাটডাউন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত (বিএসপিআই) এর শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী মো. রিসাদ মাহমুদ ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। পরে মো. রিসাদ মাহমুদ ও একই ডিপার্টমেন্টের মো. মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।
শিক্ষার্থীরা মিছিল সহকারে প্রথমে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ তার কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কক্ষটি তালাবন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকল কার্যক্রম বন্ধ করার জন্য তালা লাগিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, আগামী ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এরপর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এনএ