শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫১, ২৯ এপ্রিল ২০২৫
যশোর-ঝিনাইদহ মহাসড়কে পুলিশের উচ্ছেদ অভিযান। ছবি: ঢাকা এক্সপ্রেস
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অতিরিক্ত টোল আদায়ের উদ্দেশ্যে চুড়ামনকাটি এলাকায় মহাসড়ক ঘেঁষে অবৈধভাবে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়ে আসছিলো।
প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ সকল দোকান বসত। ফলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতো। সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ যাত্রী ও চালকদের। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, বাস, পিকআপসহ নানা যানবাহন চলাচলের সময় ঝুঁকি বাড়তো।
যশোর-ঝিনাইদহ মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। মহাসড়কের পাশে দোকান বসানোর ফলে রাস্তাটি সরু হয়ে যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ইতিপূর্বে এ এলাকায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন বলেন,“চুড়ামনকাটি বাজার এলাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসানো ছিলো। সোমবার সকাল থেকে আমাদের অভিযান শুরু হয়। অভিযানকালে সবজি, ফল, মাংসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ ফুট করে জায়গা পরিষ্কার করা হয়েছে। ফলে যান চলাচল এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও বাধামুক্ত হয়েছে।”
তিনি আরো জানান, ভবিষ্যতে মহাসড়ক সংলগ্ন এলাকায় আর যেনো কেউ অবৈধ দোকান স্থাপন করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি চালানো হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এনএ