ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

১৬ বৈশাখ ১৪৩২, ০১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
জুনেই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি
Scroll
কানাডায় নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়
Scroll
বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
Scroll
গুলশানে পুতুলের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ
Scroll
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘ বা কারও সঙ্গে আলোচনা করেনি সরকার: প্রেস সচিব
Scroll
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ: মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে লিগ ট্রফি নিজের ঘরেই রাখলো আবাহনী
Scroll
ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল: টাইব্রেকার ৫-৩ গোলে আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস
Scroll
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
Scroll
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি: শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Scroll
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
Scroll
চট্টগ্রাম টেস্ট:বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৪/৬
Scroll
নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
Scroll
চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা‎
Scroll
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি
Scroll
৩৬ এলজিইডি অফিসে একযোগে দুদকের অভিযান
Scroll
হজ ফ্লাইট শুরু, মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩৯৮ যাত্রী

ট্রাম্পের ওপর যেসব কারণে বিরক্ত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:১৬, ২৯ এপ্রিল ২০২৫

ট্রাম্পের ওপর যেসব কারণে বিরক্ত মানুষ

ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করে ১০০ দিনে ১৪০টিরও বেশি নির্বাহী আদেশে সই দিয়েছেন ট্রাম্প। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি জন্মসূত্রে নাগরিকত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিশ্ববিদ্যালয় ও আইনজীবীদের সংগঠনের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন, পরিবেশবান্ধব নীতিমালা বাতিল করেছেন, ইলন মাস্ককে কেন্দ্রীয় সরকারের অসংখ্য প্রতিষ্ঠান বন্ধের কাজ দিয়েছেন এবং বহু দেশের আমদানি পণ্যে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছেন। পরে আংশিকভাবে সেই শুল্ক তুলেও নিয়েছেন তিনি।

এসব উদ্যোগের বেশিরভাগই নিন্দিত ও সমালোচিত হয়েছে। ট্রাম্পের বেশ কয়েকটি আদেশ আদালতের নির্দেশে স্থগিত আছে। এর ফলে, সরকার এক নজিরবিহীন আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে এর প্রতিফল ঘটেছে। বেশ কয়েকটি জরিপে তার জনপ্রিয়তা কমার আভাস পাওয়া গেছে। গত রোববার ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা গেছে, ৩৯ শতাংশ মার্কিনি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রমকে সমর্থন করেন।

বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কোনো মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা মেয়াদের প্রথম ১০০ দিনে (অ্যাপ্রুভাল রেটিং) ৫০ শতাংশের নিচে নামেনি। এই তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান পিউ। গত সোমবার ট্রাম্প এই জরিপের ফলকে ‘ভুয়া সংবাদ’ বলে আখ্যা দেন।

ট্রুথ সোশালের পোস্টে গর্ব করে তিনি বলেন, ‘আমরা খুব ভালো করছি, আগের যেকোনো সময়ের তুলনায় আমরা ভালো আছি।’

অপরদিকে, জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ মানুষ জানিয়েছেন-ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে গিয়ে ‘বাড়াবাড়ি’ করে ফেলেছেন।

বিশ্লেষকদের মতে, ৭৮ বছর বয়সী ট্রাম্প তার মেয়াদের শুরুতে যেরকম দ্রুততার সঙ্গে কার্যক্রম চালিয়েছেন, তা কতদিন চলমান রাখতে পারবেন, তা দেখার বিষয়। আমেরিকার ইতিহাসে বর্তমানে ট্রাম্প সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি হেরে গেলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হতেন সবচেয়ে প্রবীণ।

তিনি প্রচারণার সময় দাবি করেছিলেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট জটিল কূটনৈতিক প্রক্রিয়ায় পরে প্রতি হতাশা প্রকাশ করেন।

টাইম ম্যাগাজিন ট্রাম্পকে সেই ২৪ ঘণ্টার বিষয়টি মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘অবশ্যই, মানুষ জানে যে ওই সময় আমি যেটা বলেছিলাম, তা মজা করেই বলেছিলাম।’

আরও পড়ুন