শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৭, ২৯ এপ্রিল ২০২৫
নিহত মাদরাসা শিক্ষক শেখ আল আজাদ। ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত ষাট ঊর্ধ্ব শেখ আল আজাদ মধুখালী উপজেলার চরবামনদী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে হত্যাকারীর দেখানো তথ্য মতে জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল, রোববার শেখ আল আজাদ সকালে বাড়ি থেকে মাদরাসায় যান। দুপুরে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হলেও বাড়ি ফিরে না আসায় রাতে মধুখালী থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে চরবামনদী গ্রামের যুবক রাসেল মোল্লাকে আটক করে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, “মাদরাসা শিক্ষক নিখোঁজের ঘটনা তদন্ত করে সন্দেহাতীভাবে আমরা রাসেল মোল্লা নামের যুবককে আটক করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং লাশ গুমের তথ্য দেয়। পরে তার দেয়া তথ্য মতে, আজ দুপুরে জাহাপুর এলাকার কাঠুরাকান্দি গ্রামের ভু্ট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে।”
এর আগে গতকাল এক ফেসবুক পোষ্টে কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুল জানিয়েছিলেন, আমার পিতা শেখ আল কালাম আজাদ মাষ্টার গতকাল ২৭-০৪-২৫ রোববার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হয়েছে। কোন হৃদয়বান ব্যক্তির সন্ধানে আসলে, দয়া করে আমাকে আমার পরিবারকে জানাবেন।
আজ দুপুরের দিকে শিমুল জানায় যে, তার বাবাকে হত্যা করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ