শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৪, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৪২, ২৯ এপ্রিল ২০২৫
নিখোঁজ তৈয়ব আলী। ছবি: ঢাকা এক্সপ্রেস
নিখোঁজ প্রতিবন্দী তৈয়ব আলীর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শোলাকুন্ডু গ্রামে। সে গত বুধবার বিকেলে নিজ বাড়িতে থেকে নিখোঁজ হয়। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। তার গায়ের রঙ-ফর্সা, স্বাস্থ্য-মোটামুটি, মাথার চুল-কালো ও খাটো, উচ্চতা-৫ ফুট ৭ ইঞ্চি।
নিখোঁজের ৭ দিন পরও সন্ধান পাওয়া যায়নি জানিয়ে তৈয়বের মা তাসলিমা বেগম বলেন, “প্রতিবন্ধী তৈয়ব খুব একটা হাটতে পারে না, হাতের ওপর ভর রেখে হামাগুড়ি দিয়ে চলে। খুব বেশি কথাও বলতে পারে না। মাঝে মাঝে তার স্মৃতি চলে যায়। এমন একজন মানুষ গত বুধবার নিজের বাড়ির সামনের রাস্তা থেকে কোথায় হারিয়ে গেলো।”
কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “নিখোঁজের পর নিজেদের সকল আত্নীয়-স্বজনের বাড়িতে, কনাইপুর বাজারে ও ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে খোঁজ করেও তৈয়বের সন্ধান পাইনি। পরে আমাদের মেম্বারের পরামর্শে রোববার থানায় জিডি করেছি। আজ পর্ন্ত তার খোঁজ পেলাম না, আপনারা আমার প্রথম সন্তানকে খুজেঁ দেন স্যার।”
ঢাকা এক্সপ্রেস/এনএ