শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৪৮, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫২, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
তবে পহেলগাঁও হামলাতেই শেষ নয়, কাশ্মীরজুড়ে আরও বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। ফোনে আড়ি পেতে জানা গিয়েছে, পেহেলগাম হামলার পরেই সক্রিয় হয়ে উঠেছে কাশ্মীরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলগুলি। যথাযথ অপারেশন করার নির্দেশও দেওয়া হয়েছে তাদের। যেহেতু একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার পালটা আরও বড়সড় আঘাত হানার ছক কষছে সন্ত্রাসীরা। এবারও তাদের নিশানায় থাকছে বাছাই করা পর্যটকরা। জঙ্গিরা আরও বড় মাপের হামলা করে গুরুতর আঘাত আনতে চাইছে কাশ্মীর ও ভারতের উপর।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ