শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২১, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২১, ২৯ এপ্রিল ২০২৫
সীমান্তে ভূপাতিত কোয়াডকপ্টার। ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
প্রতিবেদনে বলা হয়, এলওসির ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে নজরদারি চালানোর সময় আকাশসীমা লঙ্ঘন করে ড্রোনটি। পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কোয়াডকপ্টারটি ভূপাতিত করে। সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে শত্রুপক্ষের যেকোনো গুপ্তচর তৎপরতা ঠেকাতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
সামরিক নজরদারির কাজে ব্যবহৃত এই ধরনের কোয়াডকপ্টার সাধারণত গোপন তথ্য সংগ্রহ, সীমান্ত পর্যবেক্ষণ ও গোয়েন্দা কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলা হয়েছে, সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে এবং সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে দিল্লি।
জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা, আকাশসীমা নিষিদ্ধ এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
ঢাকা এক্সপ্রেস/এসএআর