শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৪, ২৮ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
আল জাজিরা জানায়, রোববার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার ভোরে নতুন করে হামলায় আরও ১৭ জন প্রাণ হারান। অন্যদিকে, আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলায় আহত আরও ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৯৭ জনের পরিচয় যাচাই শেষে সরকারি রেজিস্ট্রিতে যুক্ত করা হয়েছে।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্যের জেরে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির অধিকাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, অবরুদ্ধ গাজায় চালানো আগ্রাসনের জন্য ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি