শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৮:১০, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১৭, ২৮ এপ্রিল ২০২৫
দিনশেষে হাসিমুখে ড্রেসিং রুমে ফিরছে বাংলাদেশ দল । ছবি: সংগৃহীত
নিক ওয়েলচ ও শন উইলিয়ামস হাফ সেঞ্চুরিতে প্রায় সারা দিনই বাংলাদেশকে শাসন করেছিলেন। তারা না থাকলে জিম্বাবুয়ের নাজেহাল অবস্থা হতো। এই দুজন বাদে আর কেউ ত্রিশের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের পরে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। মূলত তাইজুল ইসলাম ঘূর্ণি জাদু দেখিয়ে বাংলাদেশের ক্যাম্পে স্বস্তি ফেরান।
চট্টগ্রামে জিম্বাবুয়ের স্কোর ছিল ২ উইকেটে ১৭৭ রান। চা বিরতিতে তাদের স্কোর ছিল ২ উইকেটে ১৬১ রান। শেষ সেশনে নাঈম হাসান সফরকারী অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। তারপর তাইজুলের ঘূর্ণি জাদুতে ৯ উইকেটে ২২৭ রানে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। রিটায়ার্ড হার্ট হয়ে ফের মাঠে নামা ওয়েলচকে নবম শিকার বানায় বাংলাদেশ। সেটা ছিল তাইজুলের পঞ্চম উইকেট। ৫৪ রানে থামেন এই ব্যাটার। শেষ সেশনে ৭ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৭ রান করেন উইলিয়ামস।
তাইজুল ৬০ রানে ৫ উইকেট নেন। দুটি পান নাঈম।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ