শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২৫
ছবি: রয়টার্স
শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা ছিল কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচের। তবে রেফারিদের বক্তব্য ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সেই সংবাদ সম্মেলন বর্জন করেন তারা। একই কারণে ক্লাব সভাপতিদের ঐতিহ্যবাহী ডিনারেও অংশ নেননি রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে শুরু হয় জল্পনা—রিয়াল হয়তো পুরো ফাইনালই বর্জন করতে যাচ্ছে।
রাতেই এক বিবৃতিতে রেফারিদের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও দুর্ভাগ্যজনক’ বলে কড়া সমালোচনা করে রিয়াল। সেই সঙ্গে ম্যাচের রেফারি পরিবর্তনেরও দাবি জানায় তারা। তবে কিছু সময় পর আরেকটি বিবৃতি দিয়ে রিয়াল জানায়, ফাইনালে না খেলার কোনো পরিকল্পনাই তাদের নেই।
বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় কিছু গুজব ছড়িয়েছে। রিয়াল মাদ্রিদ স্পষ্ট করে জানাচ্ছে, আমরা কখনোই ফাইনাল বর্জনের চিন্তা করিনি। আমাদের দল বিশ্বাস করে, যদিও রেফারিদের মন্তব্য অগ্রহণযোগ্য, তবুও লক্ষাধিক সমর্থক এই ফাইনালের জন্য অপেক্ষা করছেন। অনেকে ইতিমধ্যেই সেভিয়ায় পৌঁছে গেছেন। এমন একটি আন্তর্জাতিক ক্রীড়া আসরে আমরা কোনো কলঙ্কের অংশ হতে চাই না।’
রিয়াল আরও জানায়, ফুটবলের মূল্যবোধ ও খেলাধুলার চেতনাকে তারা সব সময় অগ্রাধিকার দেয়।
আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ঢাকা এক্সপ্রেস/এসএআর