শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০১, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ২৬ এপ্রিল ২০২৫
এ আর রাহমান । ছবি: সংগৃহীত
‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন এ আর রহমান, এমনই অভিযোগ ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রী সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারের।
এবার এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাই কোর্ট।
বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকমের।
ঢাকা এক্সপ্রেস/ এমএইচ