শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৯, ২৬ এপ্রিল ২০২৫
অসামাজিক কার্যকলাপের সময় মাদকসহ ১০ নারী-পুরুষ গ্রেফতার । ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।
এর আগে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় আহম্মেদ তানভির হুদা সুষমের বাসায় অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন- পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদার ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), কাহারোল উপজেলার গড়নরপু গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), একই উপজেলার পূর্ব সাদিকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বোধ পালিগা গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ আলম রাজু (২১), দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়ার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), ঈদগাহ আবাসিক এলাকার মৃত সামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ (৩২)।
ওসি জানান, গ্রেফতার আহম্মেদ তানভির হুদা সুষম দীর্ঘদিন ধরে তার বাসায় নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতো। পাশাপাশি সে বাসায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছি। শুক্রবার মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ নারী ও ৬ পুরুষকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বাজারমূল্য ৮ লক্ষ টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ৪৫০ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ এসএ