ঢাকা, রোববার, ২৭ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বৈদ্যুতিক গোলযোগে বিকেল সোয়া পাঁচটা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ
Scroll
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক
Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)]

বাসায় চলতো মাদক ও দেহ ব্যবসা, নারীসহ ১০ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৯, ২৬ এপ্রিল ২০২৫

বাসায় চলতো মাদক ও দেহ ব্যবসা, নারীসহ ১০ জন গ্রেফতার

অসামাজিক কার্যকলাপের সময় মাদকসহ ১০ নারী-পুরুষ গ্রেফতার । ছবি: ঢাকা এক্সপ্রেস

দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে ৪ নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। পুলিশ জানিয়েছে ওই বাড়ীতে দীর্ঘদিন নারীদের দিয়ে দেহ ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা চালানো হতো।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।

এর আগে শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় আহম্মেদ তানভির হুদা সুষমের বাসায় অভিযান চালায় পুলিশ।

আটককৃতরা হলেন- পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদার ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), কাহারোল উপজেলার গড়নরপু গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), একই উপজেলার পূর্ব সাদিকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বোধ পালিগা গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ আলম রাজু (২১), দিনাজপুর শহরের পুলহাট মাঝিপাড়ার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), ঈদগাহ আবাসিক এলাকার মৃত সামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ (৩২)।

ওসি জানান, গ্রেফতার আহম্মেদ তানভির হুদা সুষম দীর্ঘদিন ধরে তার বাসায় নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতো। পাশাপাশি সে বাসায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছি। শুক্রবার মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করায়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ নারী ও ৬ পুরুষকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বাজারমূল্য ৮ লক্ষ টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ৪৫০ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন