শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১:৪২, ১৫ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১৫ জুলাই) একাডেমির মিলনায়তনে ‘ড. আখতার হামিদ খানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়নের পথিকৃৎ। তার উদ্ভাবিত কুমিল্লা মডেল শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে দারিদ্র্য বিমোচনের রোল মডেল হিসেবে বিবেচিত হয়।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক সালাহ উদ্দিন ইবনে সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন। আলোচনায় অংশ নেন প্রবীণ সমবায়ী, বার্ডের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সমবায় একাডেমির উপাধ্যক্ষ, বর্তমান অনুষদ সদস্য, কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্বপ্রবাহের অংশ হিসেবে ড. আখতার হামিদ খানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বার্ড জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯১৪ সালে ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন ড. আখতার হামিদ খান। ভারতীয় সিভিল সার্ভিসের ১৯৩৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি পরবর্তীতে চাকরি ছেড়ে ১৯৫০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ১৯৫৮ সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পল্লী উন্নয়নের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। এরপর ১৯৫৯ সালে কুমিল্লায় প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।
পল্লী উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৬১ সালে পান সিতারা-ই-পাকিস্তান এবং ১৯৬৩ সালে এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসাই পুরস্কার। ১৯৯৯ সালে এই মহান ব্যক্তিত্ব পৃথিবী থেকে চিরবিদায় নেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে