শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৯, ১৫ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারনুর রশীদের নেতৃত্বে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ ও লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা ১৭ বছর স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে রাজপথে ছিলাম। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। কয়েকটি দল ঈর্ষান্বিত হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে