ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

কুমিল্লায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৪, ১৫ জুলাই ২০২৫

কুমিল্লায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার দেবীদ্বারে নির্জন একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর (বয়স আনুমানিক ৪০ উর্ধ্বে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলটি দেবীদ্বার উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে অবস্থিত। এলাকাটি সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের নির্জন জঙ্গলের অংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে গৌরসার গ্রামের মৃত আজগর আলীর পুত্র মানসিকভাবে প্রতিবন্ধী ফরিদ মিয়া (৬০) কচুর লতি তুলতে গিয়ে জঙ্গলের মধ্যে একটি নারীর নিথর দেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিলে, তারা পুলিশে সংবাদ দেন।

এলাকাবাসীরা জানান, ওই জঙ্গলঘেরা এলাকায় প্রায় আটটি পুকুর রয়েছে, যেগুলোর চারপাশ বাঁশঝাড় ও ঘন গাছগাছালিতে ভরপুর। পুকুর এবং জমির মালিকরা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে অবস্থান করায় এলাকা বেশিরভাগ সময় ফাঁকা থাকে। দিনের বেলায় সাধারণ মানুষের চলাচল খুব কম হলেও রাতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বেড়ে যায়। 

এসআই মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এই মুসলিম নারীকে দুই দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে যাওয়া হয়েছে। তার মুখে পোকা ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শরীরে পচন ধরেনি। পেট কিছুটা ফোলা থাকায় ধারণা করা হচ্ছে, তিনি গর্ভবতী ছিলেন। ঘটনা তদন্তে সিআইডি, পিবিআই এবং নারী পুলিশ ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন