শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:৩৩, ১৫ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয়দের ভাষ্য, ঝড়ের তীব্রতায় উড়ে যায় টিনের চালা, ভেঙে পড়ে কাঁচা ঘর, উপড়ে যায় বড় বড় গাছ। বহু পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, সব হারিয়েছি ঘর, ধান, গবাদিপশু কিছুই আর অবশিষ্ট নেই। এখন সরকারি সহায়তা ছাড়া বাঁচার উপায় নেই।
কৃষকরাও জানান, ঝড়ে তাদের ক্ষেতের পাকা ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে দুর্ভোগে থাকা মানুষগুলো দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের আশায় সরকারি সহায়তার অপেক্ষায় প্রহর গুনছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে