ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

রতনকান্দিতে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জনপদ, আশ্রয়হীন গ্রামবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩৩, ১৫ জুলাই ২০২৫

রতনকান্দিতে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জনপদ, আশ্রয়হীন গ্রামবাসী

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একাধিক গ্রামে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের পর হঠাৎ করে আকাশ কালো ছেয়ে গিয়ে শুরু হয় প্রবল ঝড়। কয়েক মিনিটেই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা।

স্থানীয়দের ভাষ্য, ঝড়ের তীব্রতায় উড়ে যায় টিনের চালা, ভেঙে পড়ে কাঁচা ঘর, উপড়ে যায় বড় বড় গাছ। বহু পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, সব হারিয়েছি ঘর, ধান, গবাদিপশু কিছুই আর অবশিষ্ট নেই। এখন সরকারি সহায়তা ছাড়া বাঁচার উপায় নেই।

কৃষকরাও জানান, ঝড়ে তাদের ক্ষেতের পাকা ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে দুর্ভোগে থাকা মানুষগুলো দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের আশায় সরকারি সহায়তার অপেক্ষায় প্রহর গুনছেন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন