ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র রুখতে রাজপথে স্বেচ্ছাসেবক দল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩:০২, ১৫ জুলাই ২০২৫

গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র রুখতে রাজপথে স্বেচ্ছাসেবক দল

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং সংগঠিতভাবে বিভিন্ন গুপ্তচক্রের মাধ্যমে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত হাজী নাসির উদ্দিন মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাদিম শেখ এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম শিকদার সজল।

বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও তরুণ সমাজকে লক্ষ্য করে পরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে কিছু অশুভ শক্তি। এসব ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করে গোটা জাতিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলসহ সারাদেশের ইউনিটসমূহ প্রস্তুত ও সতর্ক রয়েছে।

বিক্ষোভ ও সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট, ছাত্রসমাজ এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন