ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

খুলনা-যশোর মহাসড়কের বেহাল দশা

অভয়নগর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৫, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:৪৮, ১৫ জুলাই ২০২৫

খুলনা-যশোর মহাসড়কের বেহাল দশা

ছবি: ঢাকা এক্সপ্রেস

সড়কপথে দক্ষিণবঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো খুলনা-যশোর মহাসড়ক। দীর্ঘদিন যাবত এই সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গিয়েছে। নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টি হলেই এখানে প্রচুর পরিমাণে পানি জমে যায়; জমাকৃত পানি বের হতে দেরি হওয়ার কারনে রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

প্রতিদিন এই সড়ক ধরে প্রায় হাজার খানেক বাস, মিনি বাস, কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারসহ ছোটখাটো অনেক যানবাহন যাতায়াত করে। এই যানবাহনগুলো যাত্রী ও পণ্য নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রাস্তায় চলাচল করছে।প্রতিনিয়তই এখানে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, যাএী ও পণ্যবাহী যানবাহন গুলো পাল্টি খেয়ে মুচড়ে পড়ছে রাস্তার দুপাশে। অসহায় যাত্রীরা কর্মের তাগিদে এসে মৃত্যুবরণ করছেন নতুবা আহত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন মালিকেরা। যোগাযোগ নির্বিগ্ন না হওয়ায় দক্ষিণবঙ্গে দেখা দিয়েছে ব্যবসায়িক অবনতি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, চেঙ্গুটিয়া বুড়োর দোকান হতে বসুন্দিয়া নিটল টাটা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ছোট -বড় খানাখন্দে ভোরে গিয়েছে আর সেখানে প্রচুর পরিমাণে পানি জমে আছে। মুহূর্তের মধ্যেই যানবহনগুলো পাল্টি খেয়ে অনেকেই আহত হচ্ছেন। সেই সঙ্গে রাস্তায় জ্যাম সৃষ্টি হচ্ছে। 

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খানাকন্দসহ মরন সড়কে পরিণত হয়েছে, এই রাস্তাটির সংস্কার খুবই ধীরগতিতে হচ্ছে। যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করেছেন। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন