ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

মৌলভীবাজারে স্ত্রীর মৃত্যুর সংবাদে থেমে গেল স্বামীর জীবন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৫, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:০৭, ১৫ জুলাই ২০২৫

মৌলভীবাজারে স্ত্রীর মৃত্যুর সংবাদে থেমে গেল স্বামীর জীবন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজারে স্ত্রীর মৃত্যু সংবাদে থেমে গেল স্বামীর জীবন। এমন বিরল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ জুলাই) জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে।

জানা যায়, স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর শুনে স্বামী ওয়ারিছ মিয়া মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনা মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে।

উভয়কেই আজ বেলা সাড়ে ৩টার দিকে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, রাউৎগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ওয়ারিছ মিয়া ও তার স্ত্রী রিনা বেগম কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেন।

স্থানীয়রা আরো জানায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ের বাড়ি ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। সুবহে সাদিকের সময় ফজরের নামাজের ওযু শেষে ঘরে ফেরার পথে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।

ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন