ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ার কারিগর ছিলেন হারুনার রশিদ খান মুন্নু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:১৬, ১৫ জুলাই ২০২৫

মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ার কারিগর ছিলেন হারুনার রশিদ খান মুন্নু

ছবি: ঢাকা এক্সপ্রেস

মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু বলেছেন, মরহুম হারুনার রশিদ খান মুন্নু ছিলেন এনালগ যুগে আধুনিক চিন্তার প্রবর্তক। তিনি সর্বক্ষেত্রে মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ার কারিগর ছিলেন। শিক্ষার মানোন্নয়নে তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকার হুরন নাহার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু আরো বলেন, আমার নানা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা কাজ করছি। আমার মা আফরোজা খানম রিতার সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নানার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।

সমাবেশ শেষে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু বিদ্যালয়ের জন্য নির্ধারিত নতুন চারতলা ভবনের জায়গা পরিদর্শন করেন।

১৯৮৭ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম হারুনার রশিদ খান মুন্নু তার স্ত্রীর নামে হুরন নাহার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তবে পদ্মা নদীর ভাঙনের কারনে বিদ্যালয়টি ২০০৪ সালে মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় স্থানান্তর করা হয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন