ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

রাজনৈতিক দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৯, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২৭, ১৬ জুলাই ২০২৫

রাজনৈতিক দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গড়েছেন। তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি।

বুধবার (১৬ জুলাই) প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।  

মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলের গঠনতন্ত্র ঘোষণা করেন এবং এর লোগো উন্মোচন করেন। এ ছাড়া জনসাধারণের কথা ভেবে তিনি একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান।  

সংবাদ সম্মেলনে রেহাম বলেন, আমার এই নতুন দল গঠনের লক্ষ্য দেশের আইনসভায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তিনি এমন আইনি সংস্কারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দেন যা সরাসরি নাগরিকদের, বিশেষ করে নারী ও কৃষকদের উপকারে আসে। তিনি বলেন, পাকিস্তানের এখন এমন নীতিমালা প্রয়োজন যা সাধারণ মানুষ যে বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা প্রতিফলিত করে।

এ সময় রেহাম জোর দিয়ে বলেন, আমার আন্দোলন কেবল রাজনৈতিক নয় বরং পাকিস্তানের জনগণের জন্য আশা, মর্যাদা এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারার একটি নতুন জায়গা তৈরি করা। 

সংবাদ সম্মেলনের পর এক্সে একটি পোস্টে তিনি বলেন, এটি আপনার জন্য। আমাদের কর্মী গোষ্ঠীতে যোগ দিন। আসুন আমরা আমাদের মাথা একসাথে করি এবং একসাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করি। ইনশাআল্লাহ।

রেহাম ২০১৪ সালে ইমরানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১০ মাস পর ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি ২০১৮ সালে রেহাম খান নামে একটি আত্মজীবনীও লিখেছিলেন, যাতে ইমরান খানের সঙ্গে তার বিবাহের অনেক বিষয় উঠে এসেছে। 

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন