ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৮, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:৪৯, ১৬ জুলাই ২০২৫

কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি।

বুধবার (১৬ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ ঘটনাটি ঘটে।

২১ বছর বয়সী মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মো. সালাউদ্দিন বলেন, তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি পুলিশ কেইস।

মুন্নার বাবা বাবা আব্দুল আলী বলেন, কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়ায় ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে।

মুন্নার বিরুদ্ধে তার শ্বশুর নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ দায়ের করেছে বলে অভিযোগ করেছেন তারা বাবা।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন