ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

ঝিনাইদহে টার্মিনাল মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪২, ১৬ জুলাই ২০২৫

ঝিনাইদহে টার্মিনাল মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহ বাসটার্মিনাল মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বুধবার বিকাল ৬টা থেকে সাড়ে ৬টা- আধা ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, নারী নেত্রী রত্না খাতুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

তারা বক্তব্যে বলেন, এনসিপির ডাকা পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ গোপালগঞ্জে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার ও প্রশাসনকে বলবো যতদ্রুত সম্ভব এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন ঘটনা সারা বাংলাদেশকে বিস্মিত করেছে। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।

এ সময় কিছু সময়ের জন্য গাড়ী যাওয়া আসায় বিঘ্ন ঘটে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন