শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৭, ১৬ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, ওসি আবদুল বারিক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহআলম, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল বশির, পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক সরোয়ার রাব্বি ও তামিম ইকবাল প্রমুখ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির আবু সাইদ, সাধারণ সম্পাদক আবুল বাশার এবং বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী।
বক্তারা বলেন, ‘আত্মত্যাগই ইতিহাস গড়ে। স্বাধীনতা ও ন্যায়ের সংগ্রামে তরুণদের অবদান আজও প্রেরণার উৎস।’
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এ সময় গত বছরের এনায়েতপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন, যাদের সাহসিকতা সভায় প্রশংসিত হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে