ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল 

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:২০, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:২৭, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল 

ছবি: ঢাকা এক্সপ্রেস

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর নিষিদ্ধ ছাত্র লীগের হামলার ঘটনায় মাদারীপুরে পথযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ছয়টায় প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এনসিপির জেলা সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ। এর আগে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। 

সদস্য সচিব মাসুম বিল্লাহ জানান, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপির নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’ 

তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেবো।’ একইসঙ্গে অতি দ্রুত এনসিপির নেতাকর্মীদের সুস্থতার সহিত উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা।  পরে সন্ধ্যা ছয়টার সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ না আসায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

উল্লেখ, এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাংচুর তান্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন