ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৮, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:০৮, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে কারফিউ জারি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারার পর কারফিউ জারি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে পুলিশের গাড়িতে হামলার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। পরে ইউএনওর গাঢ়িতে ভাঙচুর করা হয়। সবশেষ বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের অফিসে অবস্থান নেন।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও সেনা প্রহরায় এনসিপির গাড়িবহর গোপালগঞ্জ ত্যাগ করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন