শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:০৫, ১৬ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (১৬ জুলাই) সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু তাদের শহীদ জিয়ার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। বরং তারা বিএনপিকেই ঘায়েল করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। বিএনপি এ দেশের মানুষের ভালোবাসার দল।’
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি আরো বলেন, ‘আমাদের ঐক্যই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ বিএনপিকে পরাজিত করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে, কারণ এই দল বারবার দেশকে রক্ষা করেছে।’
মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের অন্যায় শাসনের বিচার আমরা চাই। কিন্তু কেউ কেউ একদিকে আওয়ামী বিরোধিতা করে, আরেকদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি এক ধরনের দ্বিচারিতা। দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ইনশাআল্লাহ, দেশের জনগণই তা প্রতিহত করবে।’
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি এম আকবর আলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মতিয়ার রহমান সরকার, মো. রফিকুল ইসলাম, জাহিদ মোল্লা, সেলিম রেজা, সেলিম জাহাঙ্গীর, সরদার আফসার আলী, আজাদ হোসেন, মুন্সি জাহেদ আলম, রেজাতে রাব্বি উথান, ভিপি আয়নুল হক, আরিফুজ্জামান আরিফ, গোলাম আজম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট।
ঢাকা এক্সপ্রেস/ইউকে