শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩০, ১৬ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাটিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় তীরবর্তী অংশের কুলিয়া গ্রামে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসী বিজিবিকে জানালে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফকে ভাসমান মরদেহের বিষয়টি অবগত করে। খবর পেয়ে বুধবার দুপুরে বিএসএফের উপস্থিতিতে ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি।
এদিকে লাশ উদ্ধারের সময় প্রতিবেশী দুই দেশের নদী পাড়ে উৎসুক জনতা ভিড় জমায়। তবে লাশটি বাংলাদেশের কোন যুবকের কিনা তা জানা যায়নি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, লাশ ভাসতে দেখে তারা বিএসএফকে জানালে তারা পুলিশ দিয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি জানান, এখনো তাদের কাছে বাংলাদেশি কেউ নিখোঁজ আছে বলে দাবি করেননি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে