ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

বনানীতে পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩০, ১৬ জুলাই ২০২৫

বনানীতে পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, মঙ্গলবার রাত ৮টা নাগাদ মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার রাতে বনানী থানাধীন মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে ওই শিশুকে নিয়ে যায় এক ব্যক্তি। সেখানে তাকে ধর্ষণ করা হয়। 

খবর পাওয়ার পর পুলিশের একটি দল মেয়েটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।  

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন