শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:০০, ১৩ জুলাই ২০২৫
ফাইল ফটো
এই পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার অভিযোগ, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা, আসামসহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর ‘বাংলাদেশি’ ট্যাগ লাগিয়ে চলমান নিপীড়ন বাড়ছে।
দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাংলাভাষীদের ‘অবৈধ বাংলাদেশি’ আখ্যা দিয়ে পানি ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার মতো ঘটনাও দেশটির গণমাধ্যমে উঠে এসেছে।
এ ছাড়া, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, জনগণনায় কেউ বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে তাকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হবে।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমন পরিস্থিতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় ইতোমধ্যেই সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, বাংলা বললেই বাংলাদেশি বলে আখ্যা দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে।
ওড়িশা রাজ্যে গত কয়েকদিনে প্রায় ৩৫০ জনকে কেবল বাংলায় কথা বলার অভিযোগে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
গেল কয়েক মাসে ভারতের একাধিক রাজ্য থেকে বাংলাভাষী বহু ভারতীয় নাগরিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে সীমান্তে পুশ-ব্যাক করার ঘটনা ঘটেছে।
এই ঘটনাগুলোর বিরুদ্ধে বিজেপি-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ শুরু হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এফএন/আরইউ