শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৪, ১৬ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মফিজুল ইসলামের বিরুদ্ধে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মফিজুল ইসলাম চান্দিনা উপজেলার মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরবর্তীতে চান্দিনা উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
২০১৬ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন মফিজুল ইসলাম। ২০২১ সাল পর্যন্ত তিনি মেয়রের দায়িত্বে ছিলেন।
চান্দিনা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে