শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৭, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৩৪, ২৬ এপ্রিল ২০২৫
বক্তব্য রাখছেন শামা ওবায়েদ ইসলাম। ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি বলেন, বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না। আমিও কোনো অন্যায় ও অবৈধ কাজের সঙ্গে থাকবো না। অতএব, কুমার নদ থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কুমার নদ আমাদের সম্পদ। এটাকে রক্ষা করতে হবে।
তিনি স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কুমার নদ থেকে বালু উত্তোলন নিয়ে যদি পত্রিকায় প্রতিবেদন না হতো, তাহলে বিষয়টি আমরা জানতাম না। প্রশাসনিক অভিযানের পরেও নাকি বালু উত্তোলন করা হয়। আমি এই প্রতিবেদনটি প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমি জানি না কাদের ছাত্রছায়ায় কুমার নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিছু কিছু নাম পত্রিকায় উঠে এসেছে। তারা নাকি সবাই ম্যানেজ করে নাকি কুমার নদ থেকে বালু উত্তোলন করছেন। কাদেরকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে, এটা আমি দেখবো।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, আমি এই মাটির সন্তান হিসেবে কুমার নদ রক্ষা করা আমার অধিকার। আমি সকল নেতাকর্মীকে বলবো, কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। পুলিশ-প্রশাসনকে জানাবেন, যাতে যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।
তিনি আরো বলেন, যতদিন শহীদ জিয়ার সৈনিকেরা জীবিত আছে, ততোদিন সালথা-নগরকান্দার মাটিতে আর কেউ বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না। এসব কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না। আমি শুনেছি কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তারা ফরিদপুরে বিএনপির কিছু লোকের সাথে খাতির করছে। আমি স্পষ্টভাবে বলছি, ফরিদপুরে কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না।
সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপি নেতা নুর মোহাম্মদ নুরু, যুবদল নেতা এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, আনিচুর রহমান তাজুল, সোহাগ, রাজ প্রমূখ।
ঢাকা এক্সপ্রেস/ এনএ