শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:২০, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩৭, ২৬ এপ্রিল ২০২৫
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে আলু চাষিদের মানববন্ধন কর্মসূচি। ছবি: ঢাকা এক্সপ্রেস
কৃষি উন্নয়ন কর্পোরেশন কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া বিএডিসি (আলু বীজ) চর জামাইল ব্লকের কৃষকদের আয়োজনে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে কৃষকরা জানান, বিএডিসির কাছ থেকে চলতি বছর প্রতি কেজি বীজ আলর মূল্য ৬৬ টাকা থেকে ৮০ টাকা দরে দাম ধরা হলেও এ বছর কৃষকদের কাছ থেকে সরকারিভাবে সংগ্রহ করা বীজ আলুর মূল্য প্রতি কেজি বীজ আলু ২৬ টাকা করে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। যা বিগত বছরের (৩৫ টাকা) কেজিতে ৯ টাকা করে কম দেয়া হয়েছে। এ সময় কৃষকেরা বীজ আলুর মূল্য ৩৫ টাকা দেয়ার দাবী করেন।
মানববন্ধনে বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে বক্তব্য রাখেন, আড়াইবাড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম জুয়েল, কৃষক সৃজন মিয়া, জহুরুল হক, মজিবুর রহমান, মো. আবু নাঈম, মো. খাবেরুল ইসলাম, মো. বাদল মিয়া প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/ এনএ