শিরোনাম
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭:০৫, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩৪, ২৬ এপ্রিল ২০২৫
সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ অর্ধেক দামে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে সরকারকে বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর পুরাতন স্ক্র্যাপ মালামাল বিক্রয়ের অভিপ্রায়পত্রটি বাতিল চেয়ে প্রতিযোগিতামূলক দরপত্র গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে লিখিত আবেদন করেছেন এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, চিকনাগুল, সিলেট-৩২৫২ এর ব্যবস্থাপনা পরিচালক বরাবরে লিখিত আবেদনটি ডাক যোগে প্রেরণ করেন সেলিম কন্সট্রাকশনের প্রোপাইটর মো: সেলিম মিয়া। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ লেমন গার্ডেন রিসোর্ট ও লেমন গ্রুপের চেয়ারম্যান।
আবেদনের বিষয়টি নিশ্চিত করে সেলিম কন্সট্রাকশনের প্রোপাইটর মোঃ সেলিম মিয়া বলেন, ‘পাঁচ কোটি টাকার স্ক্যাপ মালামাল সিন্ডিকেট করে মাত্র দুই কোটি ৪৪ লাখে বিক্রি করে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে। বিষয়টি প্রথমে মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। পরবর্তিতে গত বৃহস্পতিবার লিখিতভাবে জানালাম। তারা যদি এটি বাতিল না করেন, তাহলে প্রয়োজনে আমি উচ্চ আদালতে যাব। এরপরও সরকারের এত বড় ক্ষতি হতে দিব না।’
আবেদনের একটি কপি এ প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। সিলেট গ্যাস ফিল্ড এর মহাব্যবস্থাপক, প্রকৌশলী মোঃ ফারুক হোসেন (পিএনডি) বরাবরে লিখিত আবেদনে সেলিম মিয়া উল্লেখ করেন-
আপনার অধিনস্থ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর পুরাতন মালামাল ক্রয়ের জন্য আমার প্রতিষ্ঠান ‘সেলিম কন্সট্রাকশন’ এর নামে একটি সিডিউল ক্রয় করি। যার মানি রিসিট নাম্বার- BMR-104-11412, DATE 23.12.2024 । সিডিউলে বর্ণিত শর্তানুযায়ী জামানত বাবদ ব্যাংক হইতে পে-অর্ডার করি, পে-অর্ডার নাম্বার- ৫৫১৪৩৪৫। দরপত্র গ্রহণের তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হেড অফিসে যাই। দরপত্র গ্রহণের বক্স যেখানে রাখা হয়েছিল সেখানে কিছু সংখ্যক লোক বক্সে দরপত্র দাখিল করিতে বাধা প্রদান করেন। বিষয়টি মৌখিকভাবে নিলাম কমিটির আহ্বায়ক’কে অবগত করি। উনি আমাকে আশ্বস্থ করেন যে, যাহারা বাধা প্রদান করতেছে আমরা অফিসিয়্যালী আইনগতভাবে তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দরপত্র বাতিল করে দিব।
তিনি আরো উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২১৩টি দরপত্র সিডিউল বিক্রয় হলেও সিন্ডিকেট করে মাত্র ৮টি দরপত্র জমা দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতামূলক দরপত্র দাখিলে বাধাগ্রস্থ করেন। আমার প্রতিষ্ঠানের নামে দরপত্র দাখিল করে প্রতিযোগীতামূলক অংশগ্রহণের মাধ্যমে সিডিউল শর্তানুযায়ী মালামাল ক্রয় করে সরকারের সঠিক রাজস্ব প্রদানে সর্বোচ্চ দরদাতা বিবেচিত হয়ে মালামালটি গ্রহণ করিব মর্মে উপস্থিত হয়েছিলাম। কিন্তু শাহজান এরন্টারপ্রাইজ এর মালিকসহ সংশ্লিষ্ট কিছু লোকজনের বাধার কারণে আমার দরপত্র দাখিল করিতে পারি নাই।
পরবর্তিতে সিলেট গ্যাস ফিল্ড এর মহাব্যবস্থাপক, প্রকৌশলী মোঃ ফারুক হোসেন (পিএনডি) এর স্বাক্ষরিত দুই কোটি চুয়াল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকা প্রদান সাপেক্ষে শাহজান এন্টারপ্রাইজ এর নামে গত ০৯/০৪/২০২৪ইং তারিখে একটি অভিপ্রায়পত্র সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর পক্ষ হইতে প্রদান করা হয়। অথচ আমার দরপত্রের মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি) টাকা মালের বিপরীতে দেওয়ার সিদ্ধান্ত ছিল।
তিনি আরও উল্লেখ করেন, শাহজান এন্টারপ্রাইজের দলবল আমাকে বাধাগ্রস্থ করে অফিসের সাথে যোগসাজসে তাদের দরপত্রটির বিপরীতে টাকা জমাদানের অভিপ্রায়পত্র পায়। বিষয়টি জানার পর মুঠোফোনে কর্তৃপক্ষকে জানালে তারা কোনো সঠিক উত্তর দেয় নাই।
এদিকে, সরকারের রাজস্ব এবং গ্যাস কোম্পানীর ক্ষতি হচ্ছে বিধায় উপরোক্ত বিষয়টি লিখিত আকারে পেশ করে শাহজান এন্টারপ্রাইজ এর নামে গত ০৯/০৪/২০২৪ইং তারিখে যে অভিপ্রায়পত্র দেওয়া হয়েছে সেটি বাতিল চেয়ে পূন:দরপত্র আহ্বান করে প্রতিযোগীতা মূলক দরপত্র গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আর্জি জানানো হয় আবেদনে।
উল্লেখ্য, আবেদনের অনুলিপি তিনি বাংলাদেশ বানিজ্য মন্ত্রনালয়ের বানিজ্য উপদেষ্টা, পেট্রো বাংলার চেয়ারম্যান, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট জেলা প্রশাসক, হবিগঞ্জ জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা প্রশাসক ও সিলেট জেলা দূর্নীতি দমন কমিশনের পরিচালক প্রেরণ করেন।
শাহজান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ শাহজান মিয়া এ ধরণের অভিযোগ অস্বীকার করে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কাজ পাওয়ার বিষয়টি সত্যি নয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর মহাব্যবস্থাপক, প্রকৌশলী মোঃ ফারুক হোসেন (পিএনডি) বলেন, সিলিম মিয়া নামে কারো আবেদনের ব্যাপারে আমার কিছু জানা নেই, সুতরাং আমি কিছু বলতে পারছি না।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এ ধরণের কাজ শতভাগ নিয়ম মেনেই আমরা করে থাকি। আমার জানামতে কোথাও নিয়মের কোনো হেরফের হয়নি।
ঢাকা এক্সপ্রেস/ এসএ