ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫

১৮ শ্রাবণ ১৪৩২, ০৭ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি
Scroll
রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান
Scroll
জনকণ্ঠের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা
Scroll
জুলাই ঘোষণাপত্র হল অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প: তথ্য উপদেষ্টা
Scroll
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট: প্রেস উইং
Scroll
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু রবিবার, হতে পারে লাইভ সম্প্রচার
Scroll
দেশে জুন-জুলাইয়ে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু: বাংলাদেশ মহিলা পরিষদ
Scroll
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
Scroll
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ জন বাংলাদেশি
Scroll
রবিবার নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি
Scroll
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
Scroll
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন
Scroll
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৩১

কাঠের গল্প: তিন ছাপচিত্র শিল্পীর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৭, ১৮ জুন ২০২৫

কাঠের গল্প: তিন ছাপচিত্র শিল্পীর প্রদর্শনী

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ‘টিম্বার টেইলস’ শিরোনামের যৌথ চিত্র প্রদর্শনী। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী মনিরুল ইসলাম। 

উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিস, শিল্পী আহমেদ নাজির, শিল্পী নাজির খান খোকন, শিল্পানুরাগী মঈন মুনতাসির এবং শিল্প-সমালোচক রফিক সুলায়মান।   

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিন তরুণ শিল্পী হলেন আবু আল নাঈম, রাকিব আলম শান্ত ও শাকিল মৃধা। তিনজনই উডব্লক প্রিন্ট মাধ্যমে ছাপাই ছবি উপহার দেন। প্রদর্শনীতে প্রায় ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এসব শিল্পকর্মে সমসাময়িক নানা থিম এবং চিন্তার প্রতিলন দেখা যায়। আবার অস্তিত্ব, পরিবেশ, স্মৃতি, সংকট এবং সামাজিক আখ্যানকে  উপজীব্য করেও শিল্পীত্রয়ী ছবি এঁকেছেন। 

রাকিব আলম শান্ত তার সাহসী, বৃহৎ আকারের সাদা-কালো উডকাট প্রিন্টের জন্য পরিচিত, যেখানে রূপ ও বৈপরীত্য স্পষ্টভাবে ধরা পড়ে।

শাকিল মৃধা তার শৈশবের গ্রামীণ জীবনের স্মৃতি, রং ও ছন্দকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এক উষ্ণ ও স্নিগ্ধ চিত্রভাষা। অন্যদিকে, আবু আল নাঈম ধারাবাহিকভাবে নিরীক্ষাধর্মী পন্থায় কাজ করে চলেছেন, যেখানে ঐতিহ্যবাহী মাধ্যমের সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে। মৌলিক রঙ এবং ট্রাডিশনাল ড্রয়িং তার ছাপাই ছবির বৈশিষ্ট্য।   

তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেছেন এবং সেখানেই তাদের নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন। 

প্রদর্শনীটি ২৫ জুন পর্যন্ত চলবে। সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন