শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১২:১০, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১২, ২৬ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিলো সিএনজিটি। মহাসড়কে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি, ঘটনাস্থলেই প্রাণ হারান এর সব যাত্রী।
রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কটি পাহাড়ি ও আঁকাবাঁকা হওয়ায় এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপদ চালনা ও ট্রাফিক সচেতনতার অভাব এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/ বিডি