ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
বৈদ্যুতিক গোলযোগে বিকেল সোয়া পাঁচটা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ
Scroll
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক
Scroll
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Scroll
শি জিনপিং ফোন করেছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
পহেলগাম হত্যাকাণ্ড : আসামে গ্রেপ্তার করা হলো ৬ মুসলিমকে
Scroll
গাজায় নতুন করে হামলায় নিহত আরও ৪৫
Scroll
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
Scroll
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
Scroll
টিভিতে খেলা: ক্রিকেট [কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস (রাত ৮টা, স্টার স্পোর্টস), লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস (রাত ৯টা, নাগরিক টিভি], ফুটবল [চেলসি-এভারটন (বিকেল ৫.৩০ মি., স্টার স্পোর্টস), বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ (রাত ২টা, স্পোর্টসজেডএক্স)]

বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতার আশ্বাস জামায়াতের 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৪, ২৬ এপ্রিল ২০২৫

বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতার আশ্বাস জামায়াতের 

ছবিঃ সংগৃহীত

বাস্তবসম্মত ও ইতিবাচক সংস্কারে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কারের প্রতি জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে। 

শনিবার (২৬এপ্রিল) জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, মানুষের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যেন নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি। তবে সত্যিকার অর্থে আমরা স্বাধীন কিনা, তা সময়ই বলে দেবে। নতুন সুযোগ যেন অতীতের মতো হারিয়ে না যায়—সেই জন্য আমাদের আরও সচেতন ও প্রয়োজনে কঠোর হতে হবে।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ—এ কথা জানিয়ে তাহের বলেন, আমরা কোনো বিদেশি হুমকিকে ভয় করি না। দেশের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

গণতান্ত্রিক চর্চায় দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতে নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং তা হয় গোপন ব্যালটে, প্যানেল ও প্রচার ছাড়া। দেশে এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। গত তিনটি জাতীয় নির্বাচন যে বিশৃঙ্খলার মধ্যে হয়েছে, তার ক্ষতি পুরো জাতিকে বহন করতে হয়েছে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের অবস্থান স্পষ্ট করে ডা. তাহের বলেন, বর্তমান দুরবস্থার মূল কারণ হচ্ছে দুর্নীতি। ভোট ছাড়া নির্বাচিত হওয়াই এক ধরনের বড় দুর্নীতি।

সংলাপে জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন