শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২২, ২৬ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক ইউনূসের কাজের একজন গভীর অনুরাগী ছিলেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইউনূসের ‘তিন শূন্য’ দর্শনের প্রতি পোপের গভীর আগ্রহ ছিল। বিশ্বজুড়ে ন্যায়বিচার, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ সুরক্ষার জন্য ইউনূসের অবদানকে পোপ ফ্রান্সিস একাধিকবার প্রকাশ্যে প্রশংসা করেছিলেন।
এছাড়াও, পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে একসঙ্গে অংশ নিয়েছেন, যেখানে সামাজিক ব্যবসা ও ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। পোপ ফ্রান্সিস ইউনূসকে ‘আশার দূত’ বলেও একবার অভিহিত করেছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি