শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:১১, ২৬ এপ্রিল ২০২৫
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত
শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সৌরভ।
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। এরই মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
কলকাতায় আয়োজিত সংবাদ সম্মেলনে পেহেলগাম হামলার প্রসঙ্গ তুলে সৌরভের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। এটা কোনও রকম ঠাট্টা নয় যে প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ কখনওই বরদাস্ত করা যায় না।’
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে দ্বিপক্ষীক ক্রিকেটীয় সম্পর্ক। ২০১৩ সালের পর থেকে কেবল আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।
ঢাকা এক্সপ্রেস/এসএআর